ডায়াল এস্টিমো এখনই অর্ডার করুন

জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন (GDPR) নির্ধারিত নীতি

ডায়াল এস্টিমো ইউরোপীয় ইউনিয়নের GDPR (General Data Protection Regulation) মেনে গ্রাহকের তথ্য ব্যাবহার ও সংরক্ষণে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে।

তথ্য অধিকার

  • আপনি চাইলে আপনার ব্যক্তিগত তথ্য দেখার, সংশোধন ও ডিলিটের অনুরোধ করতে পারবেন।
  • ডেটা পোর্টেবিলিটি – আপনার তথ্য আমাদের কাছ থেকে সংগ্রহ করে অন্যদের কাছে নেওয়ার অধিকার থাকলো।
  • আপনি চাইলে যেকোনো সময়ে আমাদের ডেটাবেজ থেকে আপনার তথ্য মুছে ফেলার অনুরোধ জানাতে পারেন।
  • আমরা তথ্য কখনো তৃতীয় পক্ষের কাছে শেয়ার করি না, কালার আইনের দাবি ব্যতীত।

গ্রাহকের সম্মতি

কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার আগে গ্রাহকের সম্মতি নেয়া হয় এবং পরিষেবা প্রদান/উন্নয়নের জন্য প্রয়োজনীয় সীমিত ডেটা ছাড়া কিছুই সংগ্রহ করা হয় না।

অধিকার চর্চা

আপনার অধিকার চর্চা করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন: যোগাযোগ করুন